কল্যাণী : ২০২০ সালের মধ্যে কল্যাণীতে তৈরি হচ্ছে এইমস। এ বিষয়ে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় সরকার। আপাতত চিত্রা সরকার যিনি নয়াদিল্লি অংশে কর্মরত তাকে কল্যাণী এমস এর প্রশাসনিক দায়িত্বভার দেওয়া হচ্ছে। কল্যাণী স্টেশন থেকে এই হাসপাতলে দূরত্ব হবে মাত্র ৭ কিলোমিটার।
এই নিয়ে বৈঠক হয় নয়া দিল্লিতে। বৈঠকের বিষয়বস্তু ছিল পরিকাঠামো উন্নয়ন এবং পরিচালন পদ্ধতি। এখানে ছিলেন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।
এখানে পড়াশোনার বিভাগটিতে এখনো পর্যন্ত ৫০ জন পড়ুয়া ভর্তি হয়েছেন এবং অধ্যাপক নিয়োগের কাজ চলছে। পড়ুয়াদের থাকার জন্য তৈরি হচ্ছে হোস্টেল এবং চিকিৎসার সুবিধার জন্য তৈরি হবে আউটডোর বিভাগ। আপাতত এই এইমস কে চালনা করবে ভুবনেশ্বর এইমস।
তবে এই এমসের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা নয় তার সাথে সাথে সেন্টার অব এক্সিলেন্স তথা মেডিকেল এডুকেশনের একটা সুন্দর জায়গা হিসাবে ও তুলে ধরা হবে এই এইমস টিকে।