রাজ্যের হাল ফেরাতে উদ্যোগী নোবেলজয়ী, নিজেই যোগাযোগ করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
করোনা মহামারির ধাক্কা থেকে রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটির পরামর্শ মেনে আগামী দিনে কাজ করবেন মুখ্যমন্ত্রী। সোমবার ফোনে এ বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্নের সঙ্গে যোগাযোগ করেন বাঙালি অর্থনীতিবিদ।
সেখানেই তিনি মুখ্যমন্ত্রী সহ সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনারা সবাই বাইরে বাজারে যাচ্ছেন, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বাজারে যাওয়া-আসার সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’ এ প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘এভাবেই দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে।’
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্যের খবর নেন। পাল্টা সৌজন্য দেখিয়ে প্রবাসী বাঙালি অর্থনীতিবিদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়ার পর সারা বিশ্বের মতোই আর্থিক মন্দার সম্মুখীন হতে হবে বাংলাকেও। এই আশঙ্কা থেকেই অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছে রাজ্য। এই উদ্যোগে রাজ্যের হাল ফেরাতে কাজ করার জন্য উদগ্রীব অভিজিৎ। তাই তিনি নিজেই এদিন নবান্নের সঙ্গে যোগাযোগ করেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।