মহিলাদের স্তন ক্যানসারের সংখ্যা বাড়ছে, আপনি পরীক্ষা করতে দেরি করছেন না তো?
ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : মহিলাদের একটি জটিল রোগ হল এই স্তন ক্যান্সার। বর্তমান যুগে বেশীর ভাগ মহিলাদের স্তন ক্যান্সার এর শিকার হতে হয়।
দেশজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর মাসকে বলা হয়। স্তন ক্যান্সার পরীক্ষা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যামোগ্রাম। স্ক্রীনিং ম্যামোগ্রাম হল বর্তমান সময়ের একটি বিশেষ আলোচিত পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার আগেই স্তন ক্যান্সারকে পর্যবেক্ষণ করা যায়। যত তাড়াতাড়ি আমরা স্তন ক্যান্সারকে শনাক্ত করতে পারবো ঠিক ততো তাড়াতাড়ি চিকিৎসা পদ্ধতির সাহায্যে আমরা এই রোগ নিরাময়ের উপায় বের করতে পারবো।
ম্যামোগ্রাম কাকে বলে?
স্তনের এক বিশেষ ধরনের এক্সরে কে বলা হয় ম্যামোগ্রাম। এর মাত্রা একদম অল্প হয়।
শুধু ক্যানসারই নয় অন্যান্য রোগ নির্ণয়েও এই পরীক্ষা করা যেতে পারে।
ম্যামোগ্রাম দু’রকমের হয়–
১) প্রচলিত ফিল্ম স্ক্রিন- এটি ধীর গতির
২) ডিজিটাল ম্যামোগ্রাম- এটি দ্রুত গতি সম্পন্ন হয়। আর এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার নির্ণয় করা সম্ভব।
#আমেরিকান ক্যানসার সোসাইটির নির্দেশনা অনুযায়ী–
১) যেসব মহিলাদের বয়স ৪০ থেকে ৪৯ বছর তাদের এক বছরে একবার ম্যামোগ্রাম করানো উচিত।
২) যাদের বয়স ৫০ থেকে ৫৯ বছরের মধ্যে তারা দুই বছরে একবার ম্যামোগ্রাম করাতে পারেন।
৩) যাদের বয়স ৭০ বছরের উর্ধ্বে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাম করাতে পারেন।
# ম্যামোগ্রাম পদ্ধতিতে স্তনের উচ্চতা এবং গঠন অনুযায়ী একটি প্লাস্টিক প্লেটের উপর স্তনটি বসানো হয় ।দ্বিতীয় একটি প্লেট ব্যবহার করে স্তনের ওপর থেকে চাপ সৃষ্টি করা হয়। ফলে স্তন কোষ প্লেটের মাঝখানে ছড়িয়ে পড়ে ।
প্রতিটি স্তনের ক্ষেত্রে মোট চারটি এক্সরে নেওয়া হয়। দুটি পাশ থেকে এবং দুটি ওপর থেকে।
মোটামুটি দশ মিনিট ধরে এই পরীক্ষা করা হয়ে থাকে। এবং স্তনে সামান্য কিছু সমস্যা যদি থেকে থাকে তবে তা এই এক্সরেতে ধরা পড়ে যায়। এই এক্সরেটি করার সময় সামান্যতম যন্ত্রণা অনুভূত হতে পারে। তবে পিরিয়ডের শেষে যদি এই পরীক্ষাটি করা হয়ে থাকে তবে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা টা একটু কম থাকে।
# আপনি আগে যে ম্যামোগ্রাম করেছেন এবং এখন যে ম্যামোগ্রাম করবেন সেই দুটির সাথে তুলনা করে যদি সামান্যতম ক্যান্সারের লক্ষণ দেখতে পান তাহলে সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।