করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ১০০০ পেরোলো। নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। মোট আক্রান্ত এখনো পর্যন্ত ১০০৪ জন। করোনায় ভারতে মারা গেছেন এখনও পর্যন্ত ২১ জন। আক্রান্তের সংখ্যায় প্রথমে আছে মহারাষ্ট্র, সেখানে মোট আক্রান্ত ১৮৬ জন। দ্বিতীয় স্থানে আছে কেরল। কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৮২ জন।
দেশে এখনো পর্যন্ত করোনায় মারা গেছেন ২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে মারণ এই ভাইরাসে মারা গেছেন ৪ জন। কেরল আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকলেও সেখানে মৃত্যু হয়েছে একজনের। আজই কেরলের এর্নাকুলামের ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনায়। মহারাষ্ট্রের পরেই মৃত্যুর সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে আছে গুজরাত। গুজরাতে মৃত্যু হয়েছে তিন জনের, এরপর আছে মধ্যপ্রদেশ। সেখানে মৃত্যু হয়েছে দুজনের।
পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। গতকালই নদীয়ার তেহট্টে একই পরিবারের পাঁচ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে এক জনের।