দিন দিন বাড়ছে ধর্ষণের সংখ্যা! ধর্ষকের শাস্তি সত্যিই কি এরকমই হওয়া উচিত? আপনারা কি বলছেন?
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বর্তমান সমাজে নারীরা সুরক্ষিত নয়। সে কোনো দুধের শিশু হোক বা কোনো বৃদ্ধ মহিলা, ধর্ষণের শিকার যে কেউই হতে পারে। আইনি ব্যবস্থা ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে অক্ষম। কোনো সময় কোনো প্রমাণ না থাকার কারণে ধর্ষকরা মুক্তি পেয়ে যায়, আবার কখনো বা টাকার জোরে।
তাই মেক্সিকোর একদল লোক ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে এমন শাস্তি দিল যা মনে রাখার মতো। মেক্সিকো সিটি হল মেক্সিকোর রাজধানী। সেখানে একটি মহিলার ওপর একজন ব্যক্তির যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। ব্যাক্তিটির বয়স ৩০ বছর। এই কাজের শাস্তি স্বরূপ তাকে কিছু জন মিলে রাস্তায় আটক করে। এরপর তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাত পা বেঁধে রাস্তায় ফেলে রাখা হয়। পিটবুল প্রজাতির এক কুকুরকে দিয়ে তার ওপর হামলা করানো হয়। সেই কুকুরটি ব্যাক্তিটির যৌনাঙ্গ কেটে নেয়।
যারা এই ব্যক্তিটিকে শাস্তি দেন তাদের মধ্যেই কেউ এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। ভিডিওটিতে দেখা গেছে ব্যক্তিটি অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য।
এই ঘটনাটি নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। কেউ কেউ এই শাস্তি কে সমর্থন করেছেন। আবার কেউ কেউ বলেছেন এই শাস্তি পাশবিক। এই ঘটনা থেকে কিছু প্রশ্ন উঠে আসে, যেমন এই ব্যাক্তিটির কি হলো? তার বিরুদ্ধে কোনো পুলিশি মামলা করা হয়েছিল কিনা? বা তাকে যারা এরকম শাস্তি দিলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হয়েছিল কিনা?তবে এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।