রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে ঘটে গেলো বিপত্তি। হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বয়ং রোগীর। তবে তিনি করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে একটা নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এম আর বাঙ্গুর হাসপাতাল পরিদর্শন করতে যান। সেই সময়ে এক মাস্ক পরা ব্যক্তি দরজার দিকে এগিয়ে যান। তাকে জিজ্ঞেস করতে বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাবেন তিনি। এরপর পিপিই পরিহিত হাসপাতালের তিনজন কর্মী তাকে ধরে জীবাণুনাশক স্প্রে করে ভেতরে নিয়ে যায়। এই ঘটনার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় যে, যদিও তাকে নিয়ম মেনে ভর্তি করা হয়নি তবে এই ব্যক্তিকে অসুস্থ বলে কেউ রেখে গেছেন। আদতেই তিনি করোনা আক্রান্ত অথবা কোয়ারেনটাইনে আছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখযোগ্য ব্যাপার হলো কিছুদিন আগে এই হাসপাতালের একটি ভিডিও প্রকাশিত হয়। যা দেখে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ করছেন অনেকেই। কেউ কেউ মনে করছেন যে পরিষেবার ত্রুটির জন্যই ওই রোগী পালানোর চেষ্টা করেছিলেন।