ফোনের কভার কিছুদিন ব্যবহারেই হয়ে যাচ্ছে হলুদ, এই ঘরোয়া টোটকায় পরিষ্কার হবে চুটকিতে
খুব সাবধানে রাখলেও ফোনের এই সাদা ট্রান্সপারেন্ট কভার হলুদ হয়ে যায়
আজকালকার দিনে মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। বিভিন্ন দামের স্মার্টফোন আজকাল ভারতীয় মার্কেটে পাওয়া যায়। এখন ভারতীয়রাও অনেক টাকা খরচ করে প্রিমিয়াম ফোন কিনছেন। এই ফোন কিনলে তাঁর লুক বজায় রাখতে বা প্রোটেকশনের জন্য অনেকে সাদা ট্রান্সপারেন্ট ব্যাক কভার ব্যবহার করে থাকেন। কিন্তু এই কভার ব্যবহারের প্রধান সমস্যা হল এই কভারে খুব তাড়াতাড়ি নোংরা দাগ লেগে যায়, বা খুব সাবধানে রাখলেও এই সাদা ট্রান্সপারেন্ট কভার হলুদ হয়ে যায়। এই অবস্থায় কভার দেখতে একদমই ভালো লাগে না। তবে মাসে মাসে নতুন কভার কেনাও সম্ভব নয়। তাই আপনাদের জন্য আজকের এই প্রতিবেদনে কিছু ঘরোয়া টোটকা এনেছি যাতে খুব সহজেই আপনি আপনার হলদেটে কভার পরিষ্কার করতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি আপনি এই ফোনের কভার যদি সাবান জল দিয়ে পরিষ্কার করেন, তাহলে এতে হলদেটে ভাব থেকেই যায়। তবে এই সমস্যা সমাধানে রয়েছে ঘরোয়া টোটকা। প্রথম টোটকার জন্য লাগবে বেকিং সোডা। প্রথমে কভারটি ফোনের থেকে আলাদা করে সিঙ্কের উপরে রাখুন। এবার খানিকটা বেকিং সোডা নিয়ে কভারের দাগ লাগা জায়গাগুলির উপরে ঢেলে দিন। এবার একটি নরম টুথব্রাশ জলে ভিজিয়ে বৃত্তাকার ভাবে হালকা হাতে ঘষতে থাকুন বেকিং সোডা আবৃত দাগের উপরে। বেকিং সোডা যেকোনো রকম দাগ তুলতে খুবই কার্যকরী। এরপর হলদেটে ভাব তুলতে আপনি বাসন মাজার সাবান ব্যবহার করতে পারেন।
এছাড়া আপনার কাছে যদি বেকিং সোডা না থাকে, তাহলেও উপায় রয়েছে। প্রথমে ছোট পাত্রে কিছুটা উষ্ণ গরম জল নিন। তার মধ্যে ঢালুন কয়েক ফোঁটা বাসন মাজার লিকুউড সাবান। বেশি সাবান ব্যবহার করবেন না। এরপর ফোনের কভারটির উপরে সাবান গোলা জল দিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন দাগ হালকা হতে শুরু করেছে। সম্পূর্ণ হলুদ ভাব উঠে যাওয়ার পরে পরিস্কার ঠাণ্ডা জলে কভার ধুয়ে শুকনো করে নিন।