উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার সাথে শীতল হাওয়ার সংঘাতে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ঝড় হতে পারে, সাথে শিলাবৃষ্টি হবার সম্ভাবনা।
কলকাতায় তাপমাত্রার কোনো পার্থক্য হবে না। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যের পর থেকে ঝোড়ো হাওয়া বইবে। রাজ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম প্রভৃতি জেলাতে শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে। আজ শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে আদ্রতার পরিমান ৩২-৭৫ শতাংশ পর্যন্ত থাকবে।
শুক্র ও শনিবার উত্তরবঙ্গের বিভ্ভিন্ন জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। বিহার ও ঝাড়খন্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। গতকাল কলকাতায় বৃষ্টিপাত না হলেও আজ সন্ধের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।