পোস্ট অফিসের এই প্রকল্পে প্রতি মাসে আয় হবে ৫,৩২৪ টাকা, পাবেন ৭.১% সুদ
এই প্রকল্প সম্প্রতি দারুন জনপ্রিয়তা লাভ করেছে ভারতে
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বিনিয়োগের একটি দারুন রাস্তা হয়ে উঠেছে বর্তমানে সাধারণ মানুষের জন্য। সম্প্রতি এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সরাসরি দ্বিগুণ করা হয়েছে। এতদিন পর্যন্ত আপনি এই একাউন্টে ৪.৫ লক্ষ টাকা সর্বাধিক রাখতে পারতেন। তবে এবার থেকে এই একাউন্টে আপনি ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে চলুন আজ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
এই পোস্ট অফিস স্কিমের অধীনে আপনি ৭.১% করে সুদ পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারলেও এবারে এই বিনিয়োগের পরিমাণ পাল্টেছে। আগে ৪,৫০,০০০ টাকা জমিয়ে ৫ বছরের ৭.১% শতাংশ হারে সুদের ভিত্তিতে প্রতি মাসে ২,৬৬২ টাকা আয় করার সুযোগ আপনি পেতেন। তবে এবারে এই খাতে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে প্রতি মাসে আপনি ৫,৩২৪ টাকা আয় করার সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি শেষ কেন্দ্রীয় বাজেট ২০২৩ এ ঘোষণা করা হয়েছে মান্থলি ইনকাম স্কিমে ৯ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
এবার প্রশ্নটা হল কারা এই মান্থলি ইনকাম স্কিম একাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একক নয় যৌথ এবং তিনজন একসঙ্গে মিলেও এই একাউন্ট খুলতে পারেন। অন্যদিকে যদি কোন নাবালক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তার অভিভাবক তার হয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই পোস্ট অফিস মাসিক সঞ্চয় স্কিম ৫ বছরের জন্য চালু থাকে। কেউ চাইলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। এর সাথে সাথেই যদি একাউন্ট ধারক মেয়াদ পূর্তির আগে মারা যান তবে এই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তারপর টাকা একাউন্টে নমিনি বা আইনি উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করা হয়।