রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে ওনাম ও রাখি বন্ধনের ঠিক আগেই রান্নার এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। গ্যাসের দাম কি কমছে? বা কত কমছে? কারা পাবেন সুবিধা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি আজ ২৯ ই আগস্ট সাধারণ মানুষের কথা ভেবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এবার থেকে দেশের সমস্ত গ্রাহক প্রতি গ্যাস সিলিন্ডার কিছু ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন তারা গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। কিন্তু আজ মন্ত্রিসভার এক বৈঠকে মোদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছে যে এবার দেশের প্রত্যেকটি গ্রাহক সরকারের পক্ষ থেকে ২০০ টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন।
অন্যদিকে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন তারা আগেই ২০০ টাকা করে ভর্তুকি পেতেন এবং বর্তমানে আরও ২০০ টাকা মিলিয়ে মোট ৪০০ টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি পাবেন। জানা গিয়েছে প্রায় দেশের ৯.৫ কোটি গ্রাহক প্রধানমন্ত্রীর এই ভর্তুকির সুবিধা নিতে পারবেন। এই ঘোষণা করার পর থেকে ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিপক্ষ দলের প্রতিনিধিরা মোদি সরকারকে একহাত নিয়ে বলেছে যে গ্যাসের দাম কমানো হচ্ছে আসন্ন ভোটের কথা মাথায় রেখে।