বর্তমানে এলপিজির দাম ওঠা নামা করে আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে। দেশের বাজারে মাসের ভিত্তিতে তার পরিবর্তন করা হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি ফের একবার গ্যাসের দাম বাড়ালো।
গ্রাহকরা সারা বছরে ১৪.২ কিলো ওজনের ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকিতে পেয়ে থাকে। গ্রাহকরা যে ভর্তুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনে, কেনার পর ভর্তুকির টাকা সরাসরি একাউন্টে চলে যায়।
পুজোর আগে কলকাতা, দিল্লি, মুম্বাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছিল। প্রতি সিলিন্ডার পিছু ১২ থেকে ১৫ টাকা দাম বেড়েছিল। পুজোর রেশ কাটতে না কাটতেই আবার দাম বাড়লো রান্নার গ্যাসের। এবার মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়তে চলেছে একলাফে সিলিন্ডার এর দাম বাড়ায়। অক্টোবরে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬৩০ টাকা। আগামীকাল ১ লা নভেম্বর থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৭৬ টাকা বেড়ে ৬৩০ থেকে ৭০৬ টাকাতে পৌঁছাতে চলেছে।