প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ব্যয় হয়েছে মোট ৪৪৬.৫২ টাকা, যা গত পাঁচ বছরে নরেন্দ্র মোদীর পাঁচ বছরের বিদেশ সফরের মোট ব্যয়। তবে, বিরোধীরা প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। বিদেশমন্ত্রকের তরফে এই তথ্যটি লোকসভায় তুলে ধরেছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
কেন্দ্রীয় মন্ত্রী সালওয়াড়ির একটি হিসেবে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫-১৬ বর্ষে যে বিদেশ সফরগুলি করেছেন তাতে খরচ হয়েছে মোট ১২১.৮৫ কোটি টাকা। যা গত ২০১৬-১৭ বর্ষে তুলনামূলকভাবে কিছুটা কম। ২০১৬-১৭ বর্ষে বিদেশ সফরে খরচ হয়েছে ৭৮.৫২ কোটি টাকা।
আরও পড়ুন : ‘দিল্লির হিংসা ঢাকতে করোনা ভাইরাসের গুজব ছড়াচ্ছে বিজেপি’, দাবী মমতার
গত ২০১৭-১৮ সালে মোট খরচ খরচ হয়েছে ৯৯.৯০ কোটি টাকা। যা পরে ২০১৮-১৯ সালে বেড়ে দাঁড়ায় ১০০.০১২ কোটি টাকা। এবং অন্তিম বর্ষে ২০১৯-২০ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে মোট ৪৬.২৩ কোটি টাকা।