জীবনযাপন

বিয়ের আগের শারীরিক সম্পর্ক করলে মেয়েদের কি ক্ষতি হয়!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকালকার যুগে অনেকেই বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কোনো কিছু না ভেবেই। কিন্তু এইভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার মধ্যে অনেক বিপদ আছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা কিছুটা বেশি। তাই তাদের সাবধান হওয়া উচিত এই বিষয়ে। কি কি বিপদ হতে পারে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে, জেনে নিন-

১. অনাকাঙ্খিত গর্ভধারণঃ বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে যে সমস্যাটা সবচেয়ে বেশি করে হতে পারে সেটা হলো অনাকাঙ্খিত গর্ভধারণ। আবেগের বশে হঠাত্‍ করেই যৌন সম্পর্ক করা, নিরোধক ব্যবহারের পূর্ব পরিকল্পনা না থাকা ইত্যাদি এর অন্যতম কারণ। আর এই গর্ভধারণের যাবতীয় সমস্যার মধ্য দিয়ে যেতে হয় শুধু মেয়েদেরই।

২. ঝুঁকিপূর্ণ গর্ভপাতঃ বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে গিয়ে যদি গর্ভধারণ হয়ে যায় তখন গর্ভপাত করা ছাড়া আর কোনো উপায় থাকেনা। গর্ভপাত একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এতে যেমন শারীরিক ক্ষতি হয় তেমনি মানসিক ক্ষতির সম্মুখীনও হতে হয়। আর একবার গর্ভপাত করলে, পরবর্তীতে গর্ভধারণে সমস্যা হওয়া বা গর্ভধারণ করতে না পারা ইত্যাদির সম্মুখীন হতে হয়।

৩. জন্মনিয়ন্ত্রণের পিল ও অন্যান্য ঝুঁকিঃ বিয়ের আগে শারীরিক সম্পর্কের কারণে অনেকেই জন্মনিয়ন্ত্রণের পিল বা অন্যান্য ওষুধ গ্রহণ করে। অনবরত জন্মনিয়ন্ত্রণের পিল গ্রহণ অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করলেও ভবিষ্যতের জন্য ডেকে আনতে পারে মারাত্মক সব সমস্যা। এর মধ্যে অন্যতম হলো সন্তানধারণের ক্ষমতা হারানো।

৪. মানসিক ভীতিঃ বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানে প্রথমবারের মতো যৌন সম্পর্ক স্থাপন। আর আমাদের দেশের প্রেক্ষাপটে দেখলে, এই কাজটি তারা করে থাকে লুকিয়ে, যা পরবর্তীতে একজন নারীর জন্য মানসিক ভীতি বা বিকারের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষত পরে সম্পর্কটি ভেঙে গেলে মেয়েটির উপর প্রবল মানসিক চাপ পড়ে, যেটা সামলানোই মুশকিল হয়ে যায়।

৫. পরবর্তীতে দাম্পত্যে আকর্ষণ হারানোঃ অনেক ভালোবাসার সম্পর্কই বিয়ের পিড়ি পর্যন্ত গড়ায়। আর যদি বিয়ের আগে থেকেই শারীরিক সম্পর্ক থাকে, তাই অনেকেই দাম্পত্যজীবনে হারিয়ে ফেলতে পারেন আকর্ষণ। স্বামী-স্ত্রী পরস্পরের কাছ থেকে নতুন কিছু পাওয়ার থাকে না বলে সম্পর্ক ভাঙতেও পিছপা হন না অনেকেই।

৬. সামাজিক লাঞ্ছনাঃ বিয়ের আগে শারীরিক সম্পর্ক যদি একবার জানাজানি হয় নারীরা শিকার হন নানারকম সামাজিক লাঞ্ছনার। সমাজ তাকে দেখে অপরাধীর দৃষ্টিতে। তার জীবন হয়ে ওঠে বিষময়। বিশেষত অনাকাঙ্খিত গর্ভধারণ করলে এবং সেটার কথা জানাজানি হলে ফলাফল হয় ভয়াবহ। সুষ্ঠুভাবে জীবন কাটানো অসম্ভব হয়ে পড়ে, জীবন হয়ে ওঠে দুর্বিসহ।

Related Articles

Back to top button