Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভূমিকম্প দিল্লি, পাঞ্জাব জম্মু সহ উত্তর ভারতের একাধিক জায়গায়, উৎপত্তিস্থল তাজাকিস্তান

Updated :  Saturday, February 13, 2021 10:30 AM

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে দিল্লি (Delhi), পাঞ্জাব (Punjab), জম্মু (Jammu) সহ একাধিক জায়গা। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.১। গতকাল, শুক্রবার (Friday) রাত ১০:৩১ মিনিটে প্রথম কম্পণ অনুভূত হয় জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড (Uttarakhand) ও নয়ডার (Noida) বেশ কিছু জায়গায়। ১০:৩৪ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) ৬.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। শুরুতে মনে করা হচ্ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল অমৃতসরে, ১০ কিলোমিটার মাটির নিচে। পরে বিশেষজ্ঞরা জানান, ভুমিকম্পের কেন্দ্রস্থল তাজিকিস্তান।

১০:৩১ মিনিটে ৬.৩ মাত্রায় কম্পন অনুভূত হয় তাজিকিস্তানে। উত্তর ভারতের একাধিক জায়গায়ও কম্পন অনুভূত হওয়ায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। লিফট ব্যবহার করতে মানা করা হয়েছে। ফের কম্পন বুঝতে পারলে বহুতলের বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসার কথা বলা হয়েছে।

অথবা খাটের নিচে আশ্রয় নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “২০০৫ সালের পর এই প্রথমবার শ্রীনগরে এমন তীব্র ভূমিকম্প অনুভূত হল।

আমি একটা কম্পল নিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। ফোনটাও সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম। তাই টুইট করা হয়নি।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, “দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকলে নিরাপদে থাকুন, এই কামনা করি।”