আন্তর্জাতিকনিউজ

লকডাউনে স্পাইডারম্যানের হিরোগিরি, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন বাস্তবের স্পাইডারম্যান

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – কল্পনার জগত থেকে স্পাইডারম্যান এবার বাস্তবে নেমে এসেছেন। প্রকৃতই তিনি হিরো হয়ে গেছেন। টার্কিতে বুরাক সউলু নামের একজন ভদ্রলোক, স্পাইডারম্যানের পোশাকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। বাচ্চাদের প্রিয় সুপারহিরো স্পাইডারম্যান এখন বড়দের প্রিয় হয়ে উঠেছেন। তিনি দুধ কিনছেন, সবজি কিনছেন, মশলাপাতি কিনছেন এবং বয়স্ক মানুষদের ঘরের সামনে রেখে দিয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি কেন এমনটা করছেন? তার উত্তরে তিনি বলছেন, “তার শক্তির বলে তিনি এই কাজটি তার প্রতিবেশীদের জন্য করছেন”।

Advertisement
Advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় সব কটি দেশ। আর এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কারণে প্রায় সব দেশেই এখন লকডাউন চলছে এবং কার্যত প্রত্যেকেই গৃহবন্দি। যে সমস্ত বাড়িতে বয়স্ক মানুষেরা থাকেন তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে পড়েছে, তবে অনেক ক্ষেত্রে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি তরফ থেকে এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

Advertisement

Advertisement
Advertisement

তবে স্পাইডারম্যান সেজে মানুষকে উপকার করার এই নতুন প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। ছোটদের কাছে তো স্পাইডারম্যান সবসময় প্রিয়। স্পাইডারম্যান পারেনা এমন কোন কাজ হয়না। তাই বোধহয় এই মানুষরূপী স্পাইডারম্যান তার হিরোগিরি দেখাতে রূপকথার জগত থেকে বাস্তবের মাটিতে নেমে এসেছেন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে তো এমন স্পাইডারম্যান কেই প্রয়োজন।

Related Articles

Back to top button