গত মঙ্গলবার হওয়া ভাটপাড়া পুরসভার আস্থা ভোটের রিপোর্ট আজ জমা পড়লো কলকাতা হাইকোর্টে। একটি মুখবন্ধ খামে আস্থা ভোটের রিপোর্ট জমা দিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক। হাইকোর্টের নির্দেশ ছিল যে, মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় হওয়া আস্থা ভোটের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে একটি রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে হাইকোর্টে। সেইমতোই আজ উত্তর ২৪ পরগণার জেলাশাসক জমা দিলেন রিপোর্ট।
গত সপ্তাহে ভাটপাড়া পুরসভায় তিন তৃণমূল কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাবের পর আস্থা ভোট হয় ভাটপাড়া পুরসভায়, যেখানে ১৯-০ ফলে জিতে উৎসব শুরু করে দেয় তৃণমূল সমর্থকরা। কিন্তু বিকেলেই হাইকোর্টের রায়ে তাদের আনন্দ ফিকে হয়ে যায়। হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়ম মেনে আস্থা ভোট হয়নি। পুর আইন মেনেই আস্থা ভোট আবার করতে হবে।
আরও পড়ুন : ‘রাজ্যে নোংরা রাজনীতিতে নেমেছে বাম ও কংগ্রেস’, দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছেন না মমতা
কিন্তু শুক্রবার হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে একটি মামলা করা হয়। সোমবার সেই মামলার রায়ে মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট হয়। মঙ্গলবার বিজেপি কাউন্সিলরদের অনুপস্থিতিতে আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জেতে তৃণমূল। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে যাওয়ার কথাও ঘোষণা করে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ফাল্গুনী পাত্র। তারই পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে হাইকোর্টে আজ রিপোর্ট দিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক।