বিনোদ পাল: নোটবন্দি ও জিএসটির ফলে ভারতীয় অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। গ্রাম এবং শহর দুটি জায়গার অর্থনীতিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্বও।ঠিক এমনটাই প্রকাশিত হয়েছে রবিবারের রিপোর্টে।শুধুমাত্র তাই নয় বিশ্ব ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে আরও খারাপ হতে পারে ভারতীয় অর্থনীতির অবস্থা।
সামনের তিনমাস অর্থনীতির হাল যা থাকবে তাতে এই বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৬ শতাংশে। যা কিন্তু গত বছরের থেকে ০.৯ শতাংশ কম।আন্তর্জান্তিক অর্থ ভাণ্ডারের প্রেসিডেন্ট ক্রিস্টিনা জর্জিয়েভা বলেছেন যে, বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। এর প্রভাব কিন্তু ভারতের মতো দেশে আরও বেশি দেখা যাবে। সাউথ এশিয়া ইকনমিক ফোকাসের রিপোর্টও ঠিক একই কথা বলছে।
ভারতের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ কমছে।তবে এতে হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এ ও জানিয়েছে , ২০২১ সালের মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হতে পারে। আবার ২০২২ সালে তা বেড়ে ৭.২ শতাংশে পৌঁছতে পারে।আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজের হিসাব অনুযায়ী, এই বছর ৫.৯ শতাংশের বেশি আর্থিক বৃদ্ধি হবে না ভারতে।এই পরিস্থিতিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্কও।