Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা

Updated :  Friday, March 6, 2020 10:46 PM

চিকিৎসকরা একটি তথ্য পেশ করেছেন, যেখানে বলা হয়েছে তাপমাত্রা যদি বেশি বাড়ে তাহলে করোনার প্রভাব কমতে পারে।কলকাতাতে গরমে তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি থাকে। তাই দিল্লিতে এই সংক্রমনের প্রভাব বেশি থাকলে ও কলকাতাতে স্বস্তি মিলবে।

নয়াদিল্লির এক হাসপাতালের চিকিৎসক রাজেশ চাওলা জানিয়েছেন যে করোনাভাইরাসের বাঁচা ও সংক্রমন ছড়ানোর জন্য আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাণ্ডা স্যাঁতসেঁতে আবহাওয়াতে এই ভাইরাস বেশি বাড়ার সম্ভাবনা থাকে। তিনি আরও বলেছেন যে দুটি জিনিস এই ভাইরাসের ক্ষেত্রে অসহকর, যার মধ্যে একটি হল সূর্যের আলো আর অন্যটি ২৬-২৭ ডিগ্রির বেশি তাপমাত্রা।

আরও পড়ুন : করোনা ভাইরাসের জন্য বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব

অতিরিক্ত রোদ ও কড়া তাপমাত্রা এর বৃদ্ধি কমাতে সাহায্য করে। দক্ষিণ ভারতে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকে। আর কলকাতাতে তো গরমের চোটে মানুষ হিমসিম খায়। তবে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতে তাপমাত্রা কম থাকাতে সংক্রমণের হার বেশি হবে বলে চিকিৎসক জানিয়েছেন। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী এই বছর কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বাড়বে। এখন আকাশ মেঘলা থাকলেও রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে দফতর জানিয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩১ জন। বহু মানুষ নজরাধীন রয়েছে। এই ভাইরাসের মোকাবিলা করার জন্য কেন্দ্র ও রাজ্য উভয়ই বিশেষ সতর্কতা অবলম্বন করছে। চিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে গেছে।