Today Trending Newsদেশনিউজ

আগামীকাল থেকেই জনধন যোজনা অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় দফার টাকা

Advertisement

স্টাফ রিপোর্টার: আর্থিক প্যাকেজ ঘোষণা করার দিন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ঘোষণা করেছিলেন সমস্ত মহিলাদের যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট আছে তাদের তিনমাস ৫০০ টাকা করে দেওয়া হবে। সেই টাকার প্রথম কিস্তির টাকা গত এপ্রিলে দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ মে মাসের টাকা দেওয়া হবে।

শনিবার অর্থমন্ত্রকের সচিব জানিয়েছেন, সোমবার থেকেই মহিলাদের জনধন অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা পাঠানো শুরু করবে ব্যাংক গুলি। টাকা পাঠানোর পর নির্দিষ্ট সূচী অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে টাকা চলে আসার পর ব্যাংক বা এটিএম থেকে সামাজিক দূরত্ব মেনে টাকা তোলার জন্য আবেদন করা হয়েছে গ্রাহকদের কাছে।

দেখে নিন কোন কোন অ্যাকাউন্টে কোন তারিখে টাকা দেওয়া হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 0 বা 1 তাদের ৪ই মে টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 2 বা 3 তাদের ৫ই মে টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 4 বা 5 তাদের ৬ই মে টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 6 বা 7 তাদের ৮ই মে টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 8 বা 9 তাদের ১১ই মে টাকা পাঠানো হবে।

৯ই মে এর পরেই ব্যাংক বা এটিএম থেকে এই টাকা তোলা যাবে।

Related Articles

Back to top button