কৌশিক পোল্ল্যে: সিরিয়াল প্রেমীদের জন্য এ এক বিরাট সুখবর। আবারো টিভির পর্দায় ফিরতে চলেছে বর্তমান সময়ের চলতি ধারাবাহিকগুলি, লকডাউনে যেগুলির কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এবার আনলক ওয়ানে প্রথম ধাপে ১০ই জুন থেকেই বাংলার ধারাবাহিকগুলির শ্যুটিং শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই এই মর্মে বাংলার সমস্ত স্টুডিওপাড়ার সংগঠনগুলির কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়ে গেল।
ধারাবাহিকের শ্যুটিং শুরু হবার সিদ্ধান্ত নেওয়া হলেও সিনেমা বা সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি বলে জানা গিয়েছে, ধাপে ধাপে সবকিছু শিথিল হবে এমনটাই সূত্রের খবর। যদিও সিরিয়ালের শ্যুটিং ফ্লোরে মানতে হবে বেশ কিছু নিময়। একটি শিফটে ছয় জনের বেশি শিল্পী নিয়ে কাজ করা যাবে না। শ্যুটিং চলাকালীন সেটে ৩৫ জনের বেশি লোকের কেউ থাকতে পারবেন না। টেকনিশিয়ান, স্টুডিওকর্মী, স্পটবয় কারোর চাকরি যাবে না। শ্যুটিং চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে চিকিৎসার ব্যয়ভার গ্রহন করবে রাজ্য সরকার।
গতকাল রাতেই সিরিয়াল সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শ্যুটিং শুরু হবার পর আশা করা হচ্ছে নতুন পর্বের সম্প্রচার আগামী ১৫ই জুন থেকে শুরু হবে। যদিও নতুন পর্বের সম্প্রচার শুরু করার সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলার বানিজ্যিক চ্যানেলগুলিতে বেশ কিছু পুরোনো ধারাবাহিক রমরমা বাজার ধরে ফেললেও সাধারন মানুষ তাকিয়ে বন্ধ হয়ে যাওয়া চলতি ধারাবাহিকগুলির দিকে। শ্যুটিং চালু হলেই বাঙালির সন্ধ্যের ড্রয়িংরুমে আবারো ফিরবে জবা, শ্রীময়ী, কৃষ্ণকলি, মোহর, রাসমণি, সর্বমঙ্গলারা। ফলে সিরিয়াল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল বলে।