গত কয়েক দিন ধরে চলছিল রেল অবরোধ, রাস্তা অবরোধ নিত্যযাত্রীরা নাকাল হয়েছেন কয়েক দিন ধরেই। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল। ১০০ কোটি টাকার উপরে রেলের ক্ষতি হলেও রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা চলছে।
আজ থেকে চালু হচ্ছে আজিমগঞ্জ নিউ ফারাক্কা রেল চলাচল। গত বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল রেল পরিষেবা আর তার ফলে তীব্র নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। বেড়াতে যাওয়ার জন্য হোক বা কোন কাজে জনগণ গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি অনেকেই কিংবা অনেকেই গন্তব্যস্থলে পৌঁছে সেখানে কাজ সেরে ফিরতে পারেননি। চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন : টানা ৯ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর, অবশেষে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হল অসমে
তবে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। আজিমগঞ্জ নিউ ফারাক্কা শাখার ট্রেন চলাচল শুরু হচ্ছে, আজকে থেকে চালু হলো মালদহ আজিমগঞ্জ প্যাসেঞ্জার, শিয়ালদহ জঙ্গিপুর রোড প্যাসেঞ্জার ভাগলপুর থেকে ছাড়া হয়েছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার।
এক্সপ্রেস ট্রেন চালানো এখনি সম্ভব না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ আপাতত প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। তবে মনে করা হচ্ছে, এইটুকু পরিষেবা যদি নিত্যযাত্রীরা পায় তাহলেও তারা খানিকটা উপকৃত হবে, তবে এই অবস্থার খুবই দ্রুত পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে যাতে এক্সপ্রেস ট্রেন ও চালানো যায়।