ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে দুর্গতদের সাহায্যের জন্য নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। সাথে আছে বিশেষ হেল্প লাইন নম্বর। জানানো হয়েছে ২৪ ঘন্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুম এবং বিশেষ হেল্প লাইন নম্বর। হেল্প লাইন নম্বর গুলি হলো ২২১৪-৩৫২৬ এবং ২২১৪-১৯৯৫
নবান্নের টোল-ফ্রি নম্বরটি হলো – ১০৭০
এছাড়াও কলকাতা পুলিশের তরফে তিনটি নম্বর দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য। এই তিনটি নম্বর হলো- ০৩৩ ২২১৪ ৩০২৪ / ০৩৩ ২২১৪ ১৩১০ / ০৩৩ ২২১৪ ৩২৩০
এছাড়াও রাজ্য সরকারের তরফে একটি হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। হোয়াটস অ্যাপ নম্বরটি হলো – ৯৪৩২৬২৪৩৬৫
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ঝড়ে আক্রান্তদের সাহায্য করতে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কাল দুপুরে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। আবহাওয়াবিদরা বলছেন এই ঝড় আয়লার থেকেও ভয়ঙ্কর হবে। কাল দুপুর ১২ টার পর কেউ বাড়ি থেকে বেরোবেন না।” সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বুধবার সারারাত তিনি নবান্নে থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও তার ফোনে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
মৌসম ভবন জানাচ্ছে তীব্র বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আগামী ৬-৭ ঘন্টার মধ্যে প্রচন্ড বেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়বে এই ঝড়। দক্ষিণ ২৪ পরগণাতে সবচেয়ে বেশি ক্ষতি করবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।