ফের বড়সড় রদবদল হলো রাজ্য মন্ত্রীসভায়। রাজ্যের মন্ত্রীসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তর কমলো বেশ কয়েকজন মন্ত্রীর, আবার বেশ কয়েকজনের বাড়লো কিছু দপ্তরের দায়িত্ব। কয়েকজন দপ্তর বিহীন মন্ত্রী পেলেন নতুন দপ্তরের দায়িত্ব। দপ্তর বিহীন মন্ত্রী শান্তিরাম মাহাতো পেলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব। আর এক দপ্তর বিহীন মন্ত্রী বিনয়কৃষ্ণ বৰ্মন পেলেন অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব।
অন্যদিকে অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল বন দপ্তরের দায়িত্ব, এতদিন যে দপ্তরের দায়িত্ব ছিল ব্রাত্য বসুর হাতে। বিজ্ঞান ও কারিগরি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে বন দপ্তরের দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন ব্রাত্য বসু। এবার বন দপ্তর তার হাতছাড়া হলো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি এতদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এবার সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তার হাতছাড়া হলো। এখন থেকে সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সাথে অপ্রচলিত শক্তি দপ্তরও সামলাবেন। যে অপ্রচলিত শক্তি দপ্তর এতদিন ছিল বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে।
সোমবার থেকেই এই রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে। রাজ্য প্রশাসনকে আরও গতিশীল করতে মুখ্যমন্ত্রীর এই রদবদল বলে জানা যাচ্ছে। আরও কয়েকটি দপ্তরের রদবদল হওয়ার সম্ভাবনা আছে বলেও জানাচ্ছেন রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা।