দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনে আগামী তিন মাসের মধ্যে বিদ্যুতের বিল না দিতে পারলেও দিতে হবে না কোনো অতিরিক্ত মাশুল। বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউনের ফলে বন্ধ কলকারখানা, ট্রেন, অফিস। ফলে এই সময় বিদ্যুতের ব্যবহার কমেছে প্রায় ২০-৩০%।
বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, লকডাউনের সময় দেশবাসী যাতে ২৪ ঘন্টাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে সব বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলোকে। এরই সাথে আগামী তিনমাস বিল দিতে দেরি হলে কোনো অতিরিক্ত চার্জ লাগবেনা বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ কম ব্যবহার হওয়া এবং গ্রাহকদের টাকা দিতে সমস্যার জন্য বিদ্যুৎ সংস্থা গুলির কাছে নগদ টাকার ঘাটতি দেখা দিতে পারে, তাই সংস্থা গুলির জন্যে বিশেষ আর্থিক প্যাকেজেরও ঘোষণা করা হয়েছে। সংস্থা গুলির সিকিউরিটি মানি জমা দেওয়ার ক্ষেত্রেও ৫০% করে ছাড় দেওয়া হয়েছে।
লকডাউনের মধ্যে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে তার জন্যে সংস্থা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে। বিদ্যুৎ মন্ত্রকের এক আধিকারিক জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ ব্যবহার কমেছে ২০-৩০%। বিল আদায়ও কমেছে। তাই এই বিশেষ ঘোষণা গুলি করা হলো মানুষের স্বার্থে।