কলকাতানিউজ

অত্যাধুনিক গ্রিন সিটি তৈরি হবে আলিপুর সংশোধনাগার চত্বরে

Advertisement

প্রেসিডেন্সি আলিপুর সংশোধনাগারের জমিতে গ্রিন সিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নায়ন দপ্তর। শোনা গেছে প্রায় ১০০ একর জমিতে তৈরি হবে এই গ্রিন সিটি। সরকার সুত্রে খবর, এই জেলে প্রচুর পরিমাণে বন্দী থাকায় তাদের বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে।

ধীরে ধীরে জেল চত্বর ফাঁকা হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই জায়গার ভেতরের ঐতিহ্যবাহী নির্মাণকে অক্ষত রেখে পুরো ১০০ একর জমিতেই গ্রিন সিটি বানানো হবে। এটি নির্মিত হবে সল্টলেক এবং নিউটাউন গ্রিন সিটির আদলে। এই কাজের জন্যে পরামর্শদাতাও নিয়োগ করেছে রাজ্য সরকার।

পুর ও নগরোন্নায়ন দপ্তরের এক আধিকারিক জানান যে, এতোখানি জমি কোনো ব্যবসায়ী কিনতে চাইছেন না। তাই ছোট ছোট ফ্ল্যাট ও অন্যান্য আধুনিক ব্যবস্থায় গড়ে তোলা হবে এই গ্রিন সিটি।

Related Articles

Back to top button