আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস, শেয়ার বাজার থেকে উধাও কয়েক লক্ষ কোটি
করোনা ভাইরাসের আতঙ্কের জেরে শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। ভারতের আভ্যন্তরীণ শেয়ার বাজার গত ৪ মাসে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে শুক্রবার। করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব আমেরিকার বাজারে পড়তেই ধস নামে দালাল স্ট্রিটে। মুহুর্তের মধ্যে গায়েব হয়ে যায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা। এর ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বড়ো শিল্পোদ্যোগীদের।
টানা ৬ দিন ভারতের শেয়ার বাজার নিম্নমুখী। সেনসেক্স ও নিফটি উভয়ের পতনের ফলে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। যার প্রভাব পড়তে পারে বিনিয়োগকারীদের উপর। শুক্রবার সেনসেক্স ৪০ হাজারের নিচে নেমে যায়। নিফটিও ১২ হাজারের থেকে অনেকটা নিচে নেমে যাওয়ার আশঙ্কার মেঘ দেখা দিয়েছে ভারতের আভ্যন্তরীণ শেয়ার বাজারে।
আরও পড়ুন : জিডিপিতে বড় পতন, বৃদ্ধির হার কমে দাঁড়াল ৪.৭ শতাংশে
বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ৩.৬৪ শতাংশ অর্থাৎ ১৪৪৮.৩৭ পয়েন্ট কমে ৩৮২৯৭.২৯-এ এসে দাঁড়িয়েছে। নিফটি ৩.৫৬ শতাংশ অর্থাৎ ৪১৪.১০ পয়েন্ট কমে ১১২১৯.২০-এ এসে দাঁড়িয়েছে। এরফলে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বড় শিল্পপতিদের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তা মুকেশ আম্বানির ৫০০ কোটি ডলার, শিল্পপতি গৌতম আদানির প্রায় ৫০ কোটি ডলার, উইপ্রো কর্তা আজিম প্রেমজির প্রায় ৮৭ কোটি ডলার, আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লার ৮৯ কোটি ডলার, টাটা গোষ্ঠীর ৪১,৯৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে।