পাকস্থলীর ফ্লু সারবে মাত্র একটি উপাদানে, জানুন কি সেই উপাদান!
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পাকস্থলীর ফ্লু খুবই সাধারণ একটি সমস্যা যা শরীরে অস্বস্থিকরতা সৃষ্টি করে। এই ফ্লু থেকে শরীরে অন্যান্য সমস্যাও দেখা দিতে থাকে। যেমন- ডায়রিয়া, বমি বমি ভাব, ব্রণ, পেট ব্যথা, হালকা জ্বর, অবসন্ন ভাব, বমি ইত্যাদি। এই সমস্যার সমাধানে চিকিৎসা দপ্তর একটি ঘরোয়া উপাদানের কথা জানিয়েছেন যা নিয়মিত খেলে সহজেই পাকস্থলীর ফ্লু থেকে মুক্তি মিলবে। চিকিৎসা দপ্তর নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দিয়েছেন। পাকস্থলীর ফ্লু কমাতে আদা খুবই উপকারী একটি উপাদান।
পাকস্থলীর ফ্লু কমাতে আদার ব্যবহার হিসেবে প্রতিদিন আদা চা পান করতে পারেন। এছাড়া একটি পাত্রে দেড় কাপ জল নিয়ে কিছুটা গরম করে তারমধ্যে পরিমান মতো আদা দিয়ে ৫ থেকে ৭ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ করা হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে তারমধ্যে মধু ও লেবু যোগ করে মিশ্রণটি পান করুন। এছাড়া আদার টুকরা এমনি চিবিয়েও খেতে পারেন।