সুপ্রিম কোর্টের খারিজ করা নির্দেশের পর বড় ধাক্কার সম্মুখীন টেলিকম সংস্থাগুলি। ১৯৯৯ সালে প্রণীত টেলিকম নীতি অনুযায়ী লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ কেন্দ্রীয় টেলিকম দপ্তরের অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ কে চ্যালেঞ্জ করে ২০০৫ সালে মামলা করে সেলুলার অপারেটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ১৪ বছর পর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় টেলিকম দপ্তরের বক্তব্যকে বৈধ ঘোষণা করে টেলিকম সংস্থাগুলির আবেদন খারিজ করে দেয়।
এর ফলে টেলিকম সংস্থাগুলির মোট ৯২,৬৪১ কোটি টাকা দেনা মেটাতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। যার মধ্যে লাইসেন্স ফি স্পেকট্রাম ইউসেজ চার্জের জন্য দেনা ২৩১৮৯ কোটি টাকা, সুদ ৪১,৬৫০ কোটি টাকা। জরিমানা ১০,৯২৩ কোটি টাকা এবং জরিমানার ওপর সুদ ১৬৮৭৮ কোটি টাকা। এরমধ্যে এয়ারটেলকে দিতে হবে ২১,৬৮২ কোটি টাকা।
আরও পড়ুন : ভারতে আসছে 5G নেটওয়ার্ক, ট্রায়ালের জন্য আবেদন পত্র জমা দিল টেলিকম সংস্থা
ভোডাফোন আইডিয়া দিতে হবে ২৮৩০৮ কোটি টাকা। সুপ্রিম কোর্টে অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ এর পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় সবথেকে বেশি ক্ষতির মুখে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। অপরদিকে টেলিকম সংস্থার জগতে জনপ্রিয় নাম রিলায়েন্স জিও বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে খুব বেশিদিন হয়নি, তাই তাকে দিতে হবে মাত্র ১৩ কোটি টাকা।