ডিজিটাল জগতে চটজলদি প্রয়োজন মেটাতে দ্রব্য সামগ্রী কেনার উপযুক্ত মাধ্যম হলো অনলাইন সাইটগুলি। যার মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্ট বহুল প্রচলিত দুটি কমার্স সাইট। এবার একটি নতুন সংস্থা এদের জায়গা দখল করতে আসছে, যারা ইতিমধ্যে টেলিকম সংস্থার জগতে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এই নতুন কমার্স সংস্থাটি হলো জিও মার্ট।
আরও পড়ুন : বেশি দিন ইন্টারনেট ব্যাবহার করতে চান, এই প্ল্যান গুলি সমন্ধে জানুন
জিও টেলিকম সংস্থা অনেক সুবিধা দিয়ে গ্রাহকের কাছে জনপ্রিয়তা অর্জন করার পর এবার তারা কমার্স সাইটে পা রাখছে। ৫০ হাজারেরও বেশি গালামাল দ্রব্য পাওয়ার সাথে সাথে এই সাইটে পাওয়া যাচ্ছে অনেক সুবিধা। গত বছর থেকেই প্রস্তুতি শুরু হলেও এ বছর সম্পূর্ণরূপে উন্মোচিত হবে এই সংস্থা এমনটাই জানিয়েছেন মুকেশ আম্বানি।
বিভিন্ন সংস্থা থেকে অনলাইনে কিছু কিনলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোন জিনিসের জন্য ডেলিভারি চার্জ ধার্য করে। তবে অনেক সময় তা ফ্রি ও থাকে। কিন্তু জিও মার্টে কোনো জিনিস কিনলে তার জন্য কোন ডেলিভারি চার্জ ধার্য করা হবে না।
আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন
জিও ব্যবহারকারীদের জিও মার্ট ব্যবহারের জন্য মেসেজ পাঠানো হচ্ছে এবং ডিসকাউন্ট অফারও দেওয়া হচ্ছে। এর সাথে জিও মার্টে রেজিস্ট্রেশন করলেই ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। জিও টেলিকম সংস্থার পরে জিও মার্ট গ্রাহকদের মনে এবং নিত্য প্রয়োজনে নিজের স্থান কতটা মজবুত করে নিতে পারে তা দেখার।