শ্রেয়া চ্যাটার্জী : মেয়েদের একমাত্র খেলার সঙ্গী পুতুল। তা কাপড়ে বানানো পুতুল হোক সাজানো পুতুল বারবি হোক সবটাই বাচ্চার কাছে আদরের। তবে এখন স্মার্টফোনের দৌলতে পুতুলের কদর খানিকটা কমেছে, বাচ্চারা এখন অনেকটাই ফোন হাতে নিয়ে সময় কাটাতে ব্যস্ত থাকে, টিভিতে কার্টুন দেখতে তাদের বেশ ভালো লাগে।
হারিয়ে যাওয়া এই পুতুলের দেশ ই এবারে বাঁশবেড়িয়ার কার্তিক পূজোর প্যান্ডেলের থিম হয়ে উঠেছে। কাঁটাপুকুর এর ইয়ংস্টার ক্লাব এবারে তাদের থিম করেছে পুতুলের দেশ।
পুতুল এর ধরন অনেকটা যামিনী রায়এর আঁকার মত, মুখের পাশ দিয়ে বেরিয়ে গেছে তাদের বেশ বড় বড় দুটি চোখ। প্যান্ডেলের শিল্প কার্য অনবদ্য। যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।