দীঘায় জলোচ্ছ্বাস, ২০০ কিলোমিটার গতিবেগে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’
ক্রমেই প্রবল গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান।’ এদিন বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি চলছে লাগাতার। দিঘা উপকূল হয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ প্রবল বেগে ধেয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।
আর তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার। আর এর ফলে সমুদ্র ও নদীগুলিতে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। জলোচ্ছ্বাসের উচ্চতা হতে পারে ৮ মিটার বা তারও বেশি। সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ টি মাছ ধরার নৌকাকে সমুদ্রে পাঠানো হয়েছে। পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জারি করা হয়েছে হাই এলার্ট।
এছাড়া ২০ টি দুর্যোগ মোকাবিলা দলকে মোতায়েন করা হয়েছে। দুর্যোগের পর উদ্ধার কার্য চালাতে রাখা হয়েছে হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ। অনুমান করা হচ্ছে, ওড়িশাতে ঘূর্ণিঝড় ‘আমফান’ খুব বেশি প্রভাব ফেলবে না। পারাদ্বীপে ক্রমেই বৃষ্টি থেমে গিয়েছে। জানা গিয়েছে, পুরীতে আছড়ে পড়তে পারে প্রতি ঘন্টায় ৪১ কিমি বেগে, ওড়িশার পারাদ্বীপে ১০২ কিমি বেগে প্রতি ঘণ্টায়, ভুবনেশ্বরে ৩৭ কিমি বেগে ঘণ্টায় আছড়ে পড়তে পারে।