Today Trending Newsদেশনিউজ

করোনা মোকাবিলায় তিন জোনে ভাগ হয়ে চলবে ট্রেন, জানাল রেল

Advertisement

লকডাউন উঠে যাওয়ার যাত্রীবাহী ট্রেন চলবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে রেল। তবে করোনা ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে চিহ্নিত করে বিভিন্ন ভাগে ভাগ করে ট্রেন চলাচল করার বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে ভারতীয় রেল সূত্রে খবর পাওয়া গেছে। কোথায় কতটা প্রভাব ফেলেছে কোভিড ১৯ তার উপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন এই তিনটি ভাগে ভাগ করা হবে দেশের রেলপথগুলোকে। সেই হিসেব মতোই ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনের চলাচলকে স্বাভাবিক করা হবে।

ভারতীয় রেল সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রকোপের উপর ভিত্তি করে রেলপথগুলোকে তিনটি জোনে ভাগ করা হবে। রেড জোন অর্থাৎ বিপজ্জনক এলাকায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইয়োলো জোন অর্থাৎ মোটামুটি স্বাভাবিক এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেন বাছাই করে চালানো হবে। গ্রিন জোন অর্থাৎ বিপদমুক্ত এলাকায় যতটা সম্ভব বেশি ট্রেন চালানোর বন্দোবস্ত করা হবে। সম্প্রতি বিভিন্ন জোনের ডিভিশনাল ম্যানেজারদের নিয়ে ডাকা রেলওয়ে বোর্ডের রিভিউ মিটিংয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে উঠে বিভিন্ন মতামতের থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে আলোচনা থেকে এও উঠে এসেছে যে, প্রথম দিকে নির্দিষ্ট সময়সারণী মেনে চলবে না যাত্রীবাহী ট্রেন, সবই চলবে স্পেশাল ট্রেন হিসেবে। যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে থাকছে না মিডল বার্থ। থাকবে না অসংরক্ষিত কামরাও। কঠোর নিরাপত্তার কারণে ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই মুহূর্তে ট্রেনে চড়ার সুযোগ থাকছে। তবে সমস্ত বিষয়ই আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। ১৪ এপ্রিল লকডাউনের সময়সীমা শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল।

Related Articles

Back to top button