পুজোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে। কিন্তু মায়ের কৃপায় তেমনভাবে ভারী বৃষ্টির আঁচ পায়নি দর্শনার্থীরা।তবে দশমীর সাথে সাথে রাজ্যের সঙ্গী হল বৃষ্টি। পুজোর পরেও পিছু ছাড়লো না বৃষ্টি।
বুধবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়।এই বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় ওড়িশা ও তার সংলগ্ন উপকূলে তৈরী হয়েছে ঘূর্নাবর্ত। এছাড়া উত্তরবঙ্গেও ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে। এই দুই ঘূর্নাবর্তের জেরে বুধবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। ফলে মঙ্গলবার যেসব মণ্ডপে প্রতিমা বিসর্জন হয়নি সেই সব পুজো কমিটির উদ্যোক্তা দের মাথায় হাত পড়ে। এই বৃষ্টির মধ্যেও অনেক জায়গায় প্রতিমা বিসর্জন হয়।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টাতেও রাজ্যে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টির হাত থেকে বাদ পড়বে না কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার এর পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।