Today Trending Newsনিউজরাজ্য

রাজ্যে মাস্ক ব্যবহার ‘বাধ্যতামূলক’, নিয়ম ভাঙলে হতে পারে হাজতবাস

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: এবার রাজ্যে রবিবার থেকেই জারি হল নয়া নিয়ম। বাড়ি থেকে বাইরে বেরোলেই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক মানেই N-95 মাস্ক হতে হবে তা নয়, সাধারন কাপড়ের মাস্ক বা পরিচ্ছন্ন রুমাল বা ওড়না দিয়ে মুখ ঢাকলেই হবে। মাস্ক না পরে বেরোলে হতে পারে কঠিন শাস্তিস্বরূপ হাজতবাস বা জরিমানা। কিছুদিন আগেই মাস্ক পরিধানের ক্ষেত্রে বদল এনেছে কেন্দ্র। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী বা করোনা রোগী নয়, বাড়ির বাইরে বেরোলে সকলকেই মাস্ক পরতে হবে, এমন নির্দেশিকা দেয় কেন্দ্র।

এবার সেই পথ অনুসরণ করল রাজ্য সরকার। বাড়ি থেকে বাইরে বেরোলে মাস্ক পরিধান না করলে পুলিশ সেই ব্যক্তিকে ফের বাড়ি পাঠিয়ে দেবে। নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা থেকে হাজতবাস। দেশের বেশ কয়েকটি রাজ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। সাধারন বাড়িতে তৈরি পরিস্কার পরিচ্ছন্ন কাপড়ের তৈরি মাস্কও ব্যবহার করা যেতে পারে। সকলকে সুস্থ রাখতে জীবাণু সংক্রমণ এড়াতে মাস্ক বাধ্যতামূলক হল বাংলায়।

এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়িয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে ২০০ এরও বেশি। তাই দিন যত এগোচ্ছে সরকারের তরফ থেকে কড়াকড়ি ততই বাড়ছে।

Related Articles

Back to top button