করোনা গবেষনায় নতুন দিশা, সূর্যের উষ্ণতায় ধ্বংস হবে ভাইরাস, দাবি বিজ্ঞানীদের
করোনা সম্পর্কে বিজ্ঞানীরা দেখাচ্ছে আশার আলো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই মারণ ভাইরাসকে নিয়ে গবেষণায় এক নতুন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনাকে ধ্বংস করতে সূর্যের রশ্মির ভূমিকা রয়েছে। যদিও এই মারণ ভাইরাস যখন ছড়াতে শুরু করেছিল তখন বিজ্ঞানীদের একাংশ দাবি করে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সূর্যালোকের ভূমিকা রয়েছে। তবে সেই অনুমানকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নতুন তথ্যকে এখনো সার্বজনীন ঘোষণা করা হয়নি। উইলিয়াম ব্রায়ান মেরিল্যান্ডের National Biodefense Analysis and Countermeasures Center-র রিসার্চের ফলে জানাচ্ছেন, এই ভাইরাস ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ৭০ থেকে ৭৫ ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে যদি ২০ শতাংশ আদ্রতার মিশ্রন ঘটে তবে কোভিড-১৯, ১৮ ঘন্টায় নন পোরাস সারফেসে জীবাণুর জীবন অর্ধেক হয়ে যায়।
যেসব সারফেসে এই ভাইরাস আদ্রতা ও তাপমাত্রার ফলে নষ্ট হয় তার মধ্যে রয়েছে স্টেইনলেস স্টিল ও দরজার হাতল। সুতরাং, মার্কিন গবেষকরা জানাচ্ছেন গরমকাল এই ভাইরাসকে প্রতিহত করতে আশীর্বাদ স্বরূপ। এই ভাইরাস বাতাসে ২১-২৪ ড্রিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ২০ শতাংশ আদ্রতার ফলে ১ ঘন্টা পর ধ্বংস হয়ে যাবে।
উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, সূর্যের অতিবেগুনী রশ্মি এই ভাইরাস ধ্বংস করতে ভুমিকা পালন করে৷ তাই বিজ্ঞান মহলে ফুটেছে আশার আলো। সূর্যালোকের উপস্থিতি ও অতিবেগুনী রশ্মি এই ভাইরাস নিস্ক্রিয় করতে পারে বলে স্বস্তি ফিরেছে বিজ্ঞান মহলে।