মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই বিপত্তি। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী গেট ভেঙে পড়লো প্রবল হওয়ায়। এই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করার কথা ছিল ট্রাম্প ও নরেন্দ্র মোদীর। প্রবল হওয়ায় সেই VVIP গেটটিই ভেঙে পড়ে এদিন। গেটটি ভেঙে পড়ার ঘটনাটি জানা যায় একজন পথচলতি মানুষের একটা ভিডিও থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টিলের রড দিয়ে তৈরি অস্থায়ী গেটটি প্রবল হাওয়ায় ভেঙে পড়ছে। গেটটি ফ্লেক্স দিয়ে মোড়া ছিল, যার ফলে আরও ভারী হয়ে যাওয়ার জন্য ভেঙে পড়ে এটি।
গুজরাত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তেমন গুরুতর কিছু ঘটেনি। গেটটি অতিরিক্ত হওয়ার জন্য ভেঙে যায়। কেউ হতাহত হয়নি, গেটটি যুদ্ধকালীন তত্পরতায় নতুন করে তৈরির কাজ চলছে। সোমবার ওই এলাকাতেই রোড শো করার কথা মোদী-ট্রাম্পের। সেখান থেকে তাঁরা যাবেন সর্দার প্যাটেল স্টেডিয়ামে, যেখানে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন দুই নেতা।
আরও পড়ুন : ফের নোটবন্দি, আগামী পয়লা মার্চ থেকে মিলবে না ২০০০ টাকার নোট
সোমবার দুদিনের জন্যে ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোমবার আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে দিল্লিতে যাবেন, সেখানে দুই নেতার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
VIDEO- Gate no 3 of #MoteraStadium which is to be the entry point of US President Donald Trump has collapsed due to heavy wind. @CNNnews18 #NamasteTrump pic.twitter.com/Lr1VJiAPCB
— Zeba Warsi (@Zebaism) February 23, 2020