ভারতীয় মৌসম বিভাগের তরফে জারি করা হয় এক সতর্ক বার্তা। আর সেই সতর্কবার্তা বাংলার জনগনের জন্য। আসতে চলেছে এক ভয়ঙ্কর ‘মহাপ্রলয়’। ভারতীয় মৌসম বিভাগ সূত্রের খবর, বিহার ও ঝাড়খন্ড থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গে। প্রবল পরিমানে বজ্র-বিদ্যুৎসহ, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মৌসম বিভাগের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যার জেরে আগামী দুদিন পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাত সঙ্গে প্রবল বজ্রপাত হবে। এবিষয়ে মৌসম বিভাগ থেকে আগেই সতর্কতা জারি করে দিয়েছে।