বর্তমানে চীন সরকারের কপালে ভয়ানক চিন্তার ভাজ। চীনে রাতারাতি বাড়ছে মৃত্যুর সংখ্যা। নভেল করোনা ভাইরাসের সংক্রমণে চীন যেনো মহামারীর আকার ধারন করেছে। এই ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহর যেনো বর্তমানে জনশূন্য। এখনো শেষ পাওয়া খবর পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪২। বেড়েছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছুঁয়েছে।
বর্তমানের চীনে এই মারণ ভাইরাসের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে WHO এর বিশেষ দল পৌছল উহান শহরে। চীনের বাইরে যাতে এই ভাইরাস না ছড়ায় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে এশিয়ার অন্তর্গত দেশগুলোর স্বাস্থ্য সচীবদের। চূনের ৩১ টি প্রদেশে এই মারণ ভাইরাস ছড়িয়ে গেছে। এই ভাইরাস এতটাই ছোঁয়াচে যে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে, ভাইরাসটির বিস্তার আটকাতে হিমসীম খাচ্ছে চীনের স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন : ঘরে বসে অনলাইনেই মদ কেনার ব্যবস্থা করলো সরকার
শেষ পাওয়া খবর পর্যন্ত, গত একদিনে হুবেইতে ৯৬ জন মারা গিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৬৫০ জন। শুধুমাত্র হুবেই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার অতিক্রম করেছে। এই প্রদেশকেই করোনাভাইরাসের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তবে চীনের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শনিবার ২,২৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং তারা সুস্থ। এখনো পর্যন্ত ২৩ মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য সংস্থা।
এমত অবস্থায়, উহানে পৌঁছেছে হু- এর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল। তারা নভেল করোনা ভাইরাসের উৎস সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে। এই নিয়ে চিনের স্বাস্থ্য কমিশন ও হু-কে নিয়ে একটি যৌথ দল গঠন করা হয়েছে। ওই দলটি বিভিন্ন হাসপাতালে পরিদর্শনও করবে।