লকডাউনে নিয়ম বদলে চলবে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন, নয়া নির্দেশিকা রেলের
লকডাউনের জেরে কাজ হারিয়ে রাজ্যের বাইরে আটকে রয়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। হাতে কাজ না থাকায় চরম সংকটের মধ্যে রয়েছেন তাঁরা। কেন্দ্রের নির্দেশ থাকা স্বত্ত্বেও বেতন মেলেনি তাদের। ফলে অর্ধাহারে, অনাহারে দিন কাটছে তাদের। এই অবস্থায় নানান সমালোচনার মুখে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ইতিমধ্যে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এবার ওই ট্রেন সফর নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে আসা ট্রেনগুলো গন্তব্যের আগে বড় স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে কিছু সংখ্যক যাত্রী কমিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাবে ট্রেনগুলো। একইসঙ্গে আরও জানানো হয়েছে যে, পুরো ট্রেনে যতগুলি শোয়ার সিট থাকবে ততগুলি টিকিটই বিক্রি করবে রেল। অর্থাৎ মোট শোয়ার সিট ১০০০ হলে, ১০০০ টি টিকিটই বিক্রি করা হবে। ধারের দিকে থাকা ফোল্ডেবল সিটগুলোর জন্য কোন টিকিট বিক্রি করা হবে না। সামাজিক দূরত্ব বিধিকে কড়া ভাবে কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রয়োজনে প্রতিদিন ৩০০ টি করে ট্রেন চালানোর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পিযুষ গয়াল। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বেশ কয়েকটি রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন। তবে এই ট্রেনগুলো এতদিন নির্দিষ্ট স্থান থেকে ছাড়ার পর একেবারে গন্তব্যে গিয়ে দাঁড়াত। কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় এবার তা গন্তব্যের ইগের তিনটি স্টেশনে দাঁড়াবে।