গরমের তীব্র দাবদাহের মধ্যেই আবারো দক্ষিণবঙ্গ জুড়ে আবারো ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলবেলা বৃষ্টি হওয়ার কারণে, তাপমাত্রা কম হবার খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল কিংবা সন্ধ্যার দিকে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বৃদ্ধি পেয়ে ৩৮ ডিগ্রী সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তেমন একটা তাপমাত্রা হেরফের হবে না। রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আদ্রতা। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে এখনই কিন্তু অস্বস্তিকর গরম কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই।
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিকেলের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং শহরতলীর দিকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শনিবার দুপুর পর্যন্ত যা পূর্বাভাস, তাতে শহরে কালবৈশাখীর সম্ভাবনার কথা শোনাচ্ছেন না আবহবিদরা।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত।