Today Trending Newsদেশনিউজ

করোনা মোকাবিলায় দেশে পর্যাপ্ত পরিমানে খাবার ও ওষুধ মজুত রয়েছে, জানালেন অমিত শাহ

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাতে তিনি লক ডাউন আগামী ৩রা মে পর্যন্ত দীর্ঘায়িত করেন। আর এই লকডাউনকে সফল করতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে একটি ট্যুইট করেন। তিনি বলেন, ‘লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও চিন্তার কোনো কারন নেই, দেশে পর্যাপ্ত পরিমানে খাবার ও ওষুধ মজুত রয়েছে।’ তাই স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে এই লকডাউন সফল করার জন্য সমস্ত নিয়মাবলী পালন করতে বলেছেন।

এদিকে দেশে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। ১০,০০০ পেরিয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ছাড়িয়েছে ৩৩৯। গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বৈঠকে অনেক রাজ্যই তাদের লকডাউনের মেয়াদকে দীর্ঘায়িত করে। তবে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রধানমন্ত্রী আগামী ৩রা মে পর্যন্ত সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সমস্ত রাজ্যকে এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যতটা সম্ভব গরীব মানুষদের পাশে দাঁড়ান। দুস্থদের সাহায্য করুন ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখুন। অমিত শাহ, দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের, সংবাদমাধ্যম ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। দেশ এই সংকটময় অবস্থাকে কাটিয়ে উঠবে বলেই তিনি আশাপ্রকাশ করেন।

 

Related Articles

Back to top button