ভোটকুশলী ও জেডিইউ-র সহ সভাপতি প্রশান্ত কিশোর কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতৃত্বকে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কংগ্রেসের নীরবতা নিয়ে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলকে বেনজির আক্রমণ প্রশান্ত কিশোরের। এদিন ট্যুইটারে নিজের মনোভাব প্রকাশ করেন তিনি।
প্রশান্ত কিশোর ট্যুইট করেন, ‘দেশের একটা বড় অংশের নাগরিক যখন এই আইনের বিরোধিতায় রাস্তায় দেখা যাচ্ছে না কংগ্রেসকে। কংগ্রেসের প্রথম সারির নেতাদের অনুপস্থিতি তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।’ একইসঙ্গে তিনি যোগ করেন, ‘বৃহত্তম বিরোধী দল হিসেবে কংগ্রেসের এগিয়ে আসা উচিত ছিল। সমস্ত কংগ্রেসী মুখ্যমন্ত্রীদের নিয়ে যে সব মুখ্যমন্ত্রী এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল কংগ্রেস নেতৃত্বের।’ তা না করায় কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন ছোঁড়েন তিনি।
আরও পড়ুন : কৃষকদের ২ লক্ষ টাকার ঋণ মকুব করল সরকার
প্রশান্তের এই ট্যুইটের জবাব দেয় কংগ্রেসও। জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে গত ২০ ডিসেম্বর এর জবাব দেওয়া হয়। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর ভিডিও প্রকাশ করে প্রশান্তকে জবাব দেয় তারা। জানানো হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলা ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সোনিয়া গান্ধী।
জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইন বৈষম্যমূলক। এই আইনে নোটবন্দির মতো আবারও দেশের নাগরিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের এবং পূর্বপুরুষদের পরিচয় দিতে হবে, জানিয়েছেন সোনিয়া গান্ধী।’