অরূপ মাহাত: মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় বিজেপির লক্ষ্য। আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
গতকাল গভীর রাতে দাঁতনের জেনকাপুর অঞ্চলের সন্তোষপুর গ্রামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ষা হাঁসদা নামে বিজেপির এই সক্রিয় আদিবাসী নেতাকে খুন করার পরে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীদের একাংশ। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
এ ঘটনায় মুখ খুলে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিষোদগার করেন মুকুল রায়। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের গণতন্ত্র সুরক্ষিত নয়। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই লড়াই করছে বিজেপি।’ এই লড়াইয়ে সাধারণ মানুষকে বিজেপির পাশে থাকার আর্জি জানান তিনি।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় ভালো ফল করার পর পুরুলিয়াতে ঠিক এই কায়দাতেই বেশ কয়েকজন বিজেপি কর্মীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। তখনও অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।