Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়ের কোন কারন নেই, আগামী তিন মাসে আমার কাজ দেখুন

অভিনেত্রী এবং রাজনৈতিক নেত্রী নুসরত জাহান বলেছেন যে কোনও সামাজিক কারণেই তিনি ট্রোলড হওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনও ভয় পান নি। তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে গত বছরের জুনে সংসদে শপথ…

Avatar

অভিনেত্রী এবং রাজনৈতিক নেত্রী নুসরত জাহান বলেছেন যে কোনও সামাজিক কারণেই তিনি ট্রোলড হওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনও ভয় পান নি।

তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে গত বছরের জুনে সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে হিন্দু বিবাহের প্রতীক সিঁদুর এবং মঙ্গলসূত্র পরার কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলড হতে হয়েছিলো। এছাড়াও ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যও তাকে নিয়ে বেশ সমালোচনা করা হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মমতা-মোদী এক মঞ্চে, মমতাকে কটাক্ষ বঙ্গ বিজেপির

এরপর তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি কখনই ট্রোল হওয়ার ভয় পাইনি, কারণ ট্রলিংকে আমি কোনও গুরুত্বই দিই না।” নুসরত জাহানের বিরুদ্ধে বড়দিনের সন্ধ্যার অনুষ্ঠানে বসিরহাটে কোনো কাজ না করার অভিযোগ আনা হয়।

এই সমালোচনার উত্তরে তিনি টুইট করে বলেন, “আপনাদের কথার সত্যতা যাচাই করুন। আগামী তিন মাসে আমার কাজ দেখা যাবে। একদিনে কখনো পরিবর্তন আসেনা। অভিনেতা বা রাজনৈতিক নেতারা কোনো জাদুকর নয়। যাইহোক আমি সবসময় ইতিবাচক দিক উদযাপন করি। এরপর অবশ্যই আপনারা আমার সমালোচনা করবেন না। জীবনকে উপভোগ করুন। ইশ্বর মঙ্গলময়। মেরী ক্রিশমাস।”

সংসদে শাড়ি এবং সিঁদুর পরা নিয়ে সমালোচনার বিরুদ্ধে তার টুইট সম্পর্কে জানতে চাইলে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমি সবসময় অন্তর্ভুক্তিমূলক ভারতের পক্ষে কথা যা ধর্ম, বর্ন ও জাতের উর্ধ্বে। এই বিষয় নিয়ে আমার অবস্থান কখনোই পাল্টাবে না।”

About Author