‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই, সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে’, বললেন নরেন্দ্র মোদী
ফের একবার করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ টুইটারে করোনা ভাইরাস নিয়ে বেশ কয়েকজনের টুইটের রিপ্লাই দেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেখানেই তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সরকার যথাসম্ভব ব্যবস্থা করেছে করোনা নিয়ে। যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্যে সবকিছু করছে সরকার।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশবাসীর স্বাস্থ্যের দিকে আমরা সবসময়ই খেয়াল রাখছি। বিভিন্ন স্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে ভাইরাস আর না ছড়ায়। ডাক্তার, নার্সরা দিনরাত চেষ্টা করে যাচ্ছে। ওদের অবদান দেশবাসী মনে রাখবে।’ আজ টুইটারে বেশ কয়েকজন করোনা রুখতে সরকারের বিভিন্ন ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সেই টুইট গুলিরই রিপ্লাই করেছেন প্রধানমন্ত্রী। একটি রিপ্লাইয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের দায়িত্বশীল নাগরিকরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শক্তি যোগাবেন। দেশের নাগরিকরা এমন কিছু করবেন না যার জন্য অন্যকেউ বিপদে পড়েন।’
আরও পড়ুন : ‘ভয়ের কিছু নেই’, সুস্থ হয়ে বললেন দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি
বিরোধীদের অভিযোগ করোনা ভাইরাস নিয়ে প্রথম থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের তরফে। সরকারের তরফ থেকেও মেনে নেওয়া হয়েছে একথা। তবে কেন্দ্রীয় সরকারের তরফে প্রথম থেকেই বলা হচ্ছে, করোনা নিয়ে চিন্তার কিছু নেই। সরকার যথেষ্ট তৎপর হয়েছে এই বিষয়ে। ভাইরাস যাতে বেশি না ছড়ায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা সরকার নিয়েছে বলেই জানাচ্ছেন প্রধানমন্ত্রী।