জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর ভারতের নতুন মানচিত্র প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই মানচিত্র নিয়ে আপত্তি তুলেছিল নেপাল। পড়শি দেশ নেপালের এই অভিযোগ বৃহস্পতিবার খারিজ করে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার বৃহস্পতিবার সাংবাদিক দের বলেছেন, “নতুন মানচিত্রে ভারত এবং নেপালের সীমানায় কোনো পরিবর্তন করা হয়নি। মানচিত্রে ভারতের সার্বভৌম এলাকাই নির্দিষ্ট করা হয়েছে।”
আরও পড়ুন : ৪৮ ঘন্টার চূড়ান্ত সময়সীমা পাক প্রধানমন্ত্রীকে, পদত্যাগ না করলে বৃহত্তর বিরোধী আন্দোলনের হুমকি
নতুন মানচিত্র প্রকাশের পর গত বুধবার নেপালের তরফ থেকে অভিযোগ তোলা হয়, কালাপানি অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে কিন্তু আদতে সেটি নেপালের অংশ। নতুন মানচিত্রে কালাপানি অঞ্চলটিকে ভারতের উত্তরাখন্ড রাজ্যের অংশ হিসেবে দেখানো হয়েছে।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে, বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করার চেষ্টা করছে ভারত। প্রসঙ্গত ১ নভেম্বর থেকে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। এরপরই নেপালের তরফে ওই মানচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।