গত রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল গরমের তাপদাহ থেকে। কিন্তু রাত গড়িয়ে সকাল হতেই উধাও স্বস্তি। সোমবার বেলা বাড়তেই রোদের তেজ ফের অস্বস্তিকর গরমে নাজেহাল করেছে শহরবাসীকে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলার দিকে রোদের তেজ বাড়লেও কমেনি ভ্যাপসা গরমের অস্বস্তি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে আজ বিকেলেই কাটবে অস্বস্তি। কালবৈশাখী ও বৃষ্টির দাপটে ভ্যাপসা গরম উধাও হয়ে যেতে পারে। রীতিমতো দুর্যোগ হতে পারে রাজ্যজুড়ে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে আজ সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ৫০-৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির তো সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলো শুষ্ক আবহাওয়ার অস্বস্তি কাটবেনা। তবে বৃষ্টিপাত হলে রাজ্যজুড়ে তাপমাত্রার প্রভাব কিছুটা কমবে। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বাড়লে ভ্যাপসা গরমে অসুস্থ লাগতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। অতিরিক্ত আর্দ্রতার জন্য শহরবাসীকে ভ্যাপসা গরমে ভুগতে হচ্ছে। তবে বিকেলের দিকে বৃষ্টিপাত হলে তাপমাত্রার প্রভাব অনেকটাই কমবে।