বন্ধ হয়নি শুভেন্দুর সাথে আলোচনার জায়গা, বক্তব্য সাংসদ সৌগত রায়ের

সম্প্রতি নিজের মন্ত্রিত্ব ছেড়েছেন জননেতা শুভেন্দু অধিকারী। তবে এখনও চলছে তাকে নিয়ে রাজনৈতিক জল্পনা। অন্যদিকে প্রশ্ন উঠেছে তার দল পরিবর্তন নিয়েও। তবে কি তৃণমূল ছেড়ে দেবেন শুভেন্দু? এইবার এই বিষয়ে মুখ খুললেন সাংসদ সৌগত রায়। দলের পতাকা ছাড়াই একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু। এমন সময় সৌগত রায় দাবি করেছেন, শেষ হয়ে যায়নি ওর সাথে যোগাযোগের সমস্ত রাস্তা।

এইদিন দমদমের সাংসদ সৌগত রায় বলেন, ” রাজনীতিতে প্রয়োজন ধৈর্য। সেখানে এগোতে হয় অধ্যাবসায়ের মাধ্যমে। কোনও কিছুতেই দাগ টানা যায়না। কথা হতে পারে মানুষে মানুষে। সেই কথা শুভেন্দুর ক্ষেত্রেও খাটে। আমার মতে, শুভেন্দুর সাথে এখনও কথা বলার কাজ চলছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব।”

আজ সৌগতবাবু দাবি করেন,”আবারও হতে পারে বৈঠক। উড়িয়ে দেওয়া যায়না সেই সম্ভাবনাও। আমাদের ধৈর্য ধরতে হবে। আমি যা করছি, পার্টির অনুমোদন নিয়ে করছি। আর ভবিষ্যতে যা করব তা ও দলের অনুমোদন নিয়ে ই করব৷”

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে দলের সাথে দূরত্ব তৈরি হয়েছিল তার। তিন টি দফতরের দায়িত্ব ছিল তার ওপরে। একসাথে চিঠির মাধ্যমে তিন দফরত থেকে পদত্যাগ করেন শুভেন্দু। পদত্যাগের পর রবিবার প্রথম সভা করেন শুভেন্দু অধিকারী। তবে এই দিন কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তিনি। সেই কারণে এখনো অনেকটাই অনিশ্চিত তার রাজনৈতিক ভবিষ্যৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।