দেশনিউজ

শুধু জ্বর বা শ্বাসকষ্ট নয়, হতে পারে অন্যান্য উপসর্গ, করোনা নিয়ে সতর্ক হোন

নতুন উপসর্গের মধ্যে শুধু পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা সাথে শরীরের বিভিন্ন জায়গাতে মশার কামড়ের মতো হতে পারে।

Advertisement

শুধু জ্বর, কাশি বা গলা ব্যাথা হলেই করোনা হয়েছে এমন নয়। এর পাশাপাশি আরও নতুন অনেক উপসর্গ দেখা দিচ্ছে করোনা রোগীদের মধ্যে। আগে প্রবল শ্বাসকষ্ট বা জ্বর হলেই করোনা পরীক্ষা করা হত। এখন পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা হচ্ছে, আর যখন পরীক্ষা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে করোনা পজিটিভ। এদিকে একজন ব্যক্তি যখন করোনা আক্রান্ত হন, তার ৫-৬ দিন পর থেকে জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হয়। ফলে এই কদিন সেই সংক্রমিত ব্যক্তি অনেকজনের সাথে মিশেছেন। সুতরাং তাদের শরীরেও করোনা সংক্রমিত হয়ে গিয়েছে। এভাবেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

নতুন উপসর্গের মধ্যে শুধু পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা সাথে শরীরের বিভিন্ন জায়গাতে মশার কামড়ের মতো হতে পারে। ইতালি ও চীনের হুবেই হাসপাতালে এরকম ২০ % করোনা রোগীর শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। শুধু বিদেশে নয়, কলকাতা সহ গোটা দেশেই করোনা রোগীদের ত্বকে নানা উপসর্গ দেখা গিয়েছে।

করোনা রোগীদের কি কি উপসর্গ হতে পারে, জানুন –

১) জিভের স্বাদ থাকে না, ফলে খাবারে অরুচি হয়।

২) পেটে ব্যথা ও ডায়ারিয়া হতে পারে।

৩) ঘ্রাণশক্তি কাজ করে না। ‘

৪) পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা হতে পারে।

৫) শরীরে ব্যথা হতে পারে।

৬) শরীরের বিভিন্ন জায়গাতে মশার কামড়ের মতো হতে পারে।

৭) কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।

৮) পেটে ব্যথা ও বমি হতে পারে।

৯)শ্বাসকষ্ট ও জ্বর হবার সম্ভাবনা বেশি।

১০) গলা ব্যথা ও কাশি হতে পারে।

Related Articles

Back to top button