Today Trending Newsদেশনিউজ

লকডাউনের মাঝেই চলবে পাঁচটি বিশেষ ট্রেন, জেনেনিন ট্রেনের সময়সূচী

Advertisement

লকডাউন হওয়ার দিন থেকেই দেশজুড়ে বন্ধ আছে রেল পরিষেবা। সাধারণ যাত্রীবাহী সব ট্রেনই বন্ধ, দেশ জুড়ে চলছে কেবলমাত্র পণ্যবাহী ট্রেন গুলি। এই অবস্থায় আগামী ১৫ই এপ্রিল থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল একথা আগেই শোনা গেছিল। এবার জানা যাচ্ছে, লকডাউনের সময় সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের যাতে কোনো অভাব না হয় তার জন্য দেশ জুড়ে পাঁচটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে। ওই পাঁচটি বিশেষ ট্রেন হলো নয়াদিল্লি-গুয়াহাটি, অমৃতসর-হাওড়া, দিল্লি-জামমুতাভি, কালকা-আম্বালা এবং দেরাদুন-দিল্লি। দেশ জুড়ে ৭০ বার রাউন্ড দেবে এই ট্রেনগুলি।

ট্রেনগুলির সময়সূচী দেখে নিন:

১. নয়াদিল্লি-গুয়াহাটি এক্সপ্রেস: এই বিশেষ ট্রেনটি ৯ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে ছেড়ে তৃতীয়দিন দুপুর ২.৩০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। ফেরার সময় ১২ থেকে ১৮ই এপ্রিলের মধ্যে ছেড়ে তৃতীয় দিন দুপুরে দিল্লি পৌঁছাবে।

২. অমৃতসর-হাওড়া এক্সপ্রেস: 00464 এই বিশেষ ট্রেনটি ৯ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে ছেড়ে তৃতীয়দিন সকালে হাওড়া পৌঁছাবে। ফেরার সময় ট্রেনটি ১১ থেকে ১৮ই এপ্রিলের মধ্যে হাওড়া থেকে ছেড়ে তৃতীয়দিন সকালে অমৃত্সর পৌঁছাবে। যাত্রাকালে এই এক্সপ্রেসটি লুধিয়ানা, আম্বালা, দিল্লি জৈন, মুরাদাবাদ, লখনউ, বারাণসী, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন, পাটনা এই স্টেশনগুলিটে থামবে।

৩. কালকা-অম্বালা এক্সপ্রেস: এই বিশেষ ট্রেনটি ৯ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে কালকা থেকে ছাড়বে। সকালে ছেড়ে রাতের মধ্যেই ট্রেনটি অম্বালাতে পৌঁছে যাবে। ফেরার সময় ট্রেনটি এপ্রিলের ১০ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে অম্বালা থেকে ভোরে ছেড়ে বিকেলের মধ্যে কালকা পৌঁছাবে।

৪. দেরাদুন-দিল্লি এক্সপ্রেস: এই বিশেষ ট্রেনটি ১১ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে দেরাদুন থেকে সকালে ছেড়ে সন্ধ্যায় দিল্লি পৌঁছাবে। ফেরার সময় ১০ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে দিল্লি থেকে বিকেলে ছেড়ে পরেরদিন রাত ১টায় দেরাদুন পৌঁছবে।

৫. দিল্লি-জামমুতাভি এক্সপ্রেস: এই বিশেষ ট্রেনটি ৯ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে দিল্লি থেকে ছেড়ে পরের দিন সকালে জামমুতাভি পৌঁছাবে। ফেরার সময় ১০ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে সন্ধ্যায় জামমুতাভি থেকে ছেড়ে পরের দিন সকালে দিল্লি পৌঁছাবে।

Related Articles

Back to top button